Posts

Showing posts from August 19, 2017

পাট যাচাইয়ের ক্ষেত্রে বিবেচ্য বিষয় :

  উৎপন্ন পাটে বিভিন্ন মান সংমিশ্রণ থাকে। এই পাটকে গুনগত মান অনুযায়ী যাচাই করে শ্রেণী বিন্যাস বা গ্রেডিং করা হয়। যাচাই শ্রমিকগণ তাদের চোখের দৃষ্টিশক্তি ও হাতের স্পর্শের অনুভূতির মাধ্যমে পাটের মান যাচাই করে থাকে। যাচাইয়ের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করা হয়। (১)   আঁশের শক্তি (২)   আঁশের সূক্ষ্মতা (৩) আঁশের তৈলাক্ততা (৪) আঁশের দৈর্ঘ্য (৫) রংয়ের সমতা (৬) পাটের বুনট (৭) গোড়ায় কাটিংস্ এর পরিমাণ (৮) পরিচ্ছন্নতা (৯) গোড়ার সমতা (১০) মোড়া করার যোগ্যতা   ইত্যাদি।