পাট আঁশের ত্রুটি সমূহ:
চাষ হতে বাজারজাতকরণ পর্যন্ত পাট আঁশে বেশ কিছু দোষ ত্রুটি লক্ষ্য করা যায়। যেমন- (১) স্পিকি/ চোখ দোষ/ গিটজনিত ত্রুটি: যাচাইকালে পাটের মধ্যে দেখা যায় বেশ কিছু স্থানে ছোট ছোট কালো শক্ত ছালযুক্ত গিট । এই ত্রুটিকে স্পিকি বা চোখ বা গিট দোষ বলে ।পাটচাষ কালে পোকার আক্রমণে কোন কোন স্থানে ছিদ্র তৈরী হলে অথবা পাট গাছের সাথে ছোট ছোট যে ডাল পালা থাকে তা থেকে ছিদ্র তৈরী হয়। ঐ সমস্ত ছিদ্রই পরবর্তীতে শক্ত কলো গিট-গিট আকারে পাটের আঁশে থেকে যায়।যাচাই কালে সকল গুণ থাকা সত্ত্বেও এই পাট ক্রস বটম মানের উপরে নেয়া যায় না । (২) বার্কি বা ছাল জনিত ত্রুটি: পাট আঁশের বিভিন্ন স্থানে বড় বড় কালো ছাল বা দাগ দেখা যায়। এটাই বার্কি বা ছাল জনিত ত্রুটি। চাষ পর্যায়ে গাছে গাছে ঘর্ষণ, পোকার আক্রমণ বা শিলা বৃষ্টির কারণে এই ত্রুটি তৈরী হয়। (৩) গামি/ গামি টপ/ ডগ করা (ক্রপি জুট) : পাট জাগ দেয়ার সময় অগ্রভাগ পানির উপরে ভেসে থাকলে ঠিকমত পঁচন হয় না। তখন আঁশের অগ্রভাগ শক্ত হয়ে থাকে। এই ধরনের ত্রুটিযুক্ত পাট উচ্চমানে নেয়া যায় না। হালকা শক্ত জড়ানো আগাযুক্ত (আগায় লাল করা) পাটকে গামি টপ এবং কালো ও শক্ত আগা যুক্ত পাটকে ক্রপ