Posts

Showing posts from August 17, 2017

তোষা পাট(Tossa Jute)

Image
উদ্ভিদ বিদ্যায় তোষা পাটকে বলা হয় Corchorus olitorius । তোষা অন্যান্য সবগুলো জাত অপেক্ষা উন্নতমানের পাট। এর তন্তু সুক্ষ্ম ও মসৃণ, যথেষ্ট শক্তিসম্পন্ন,পরিষ্কার ও চকচকে এবং লম্বা । গোড়ায় কাটিং কম থকে। রং সোনালী, সোনালীলাল, বাদামী, তামাটে ধূসর হয়ে থাকে। আঁশের মধ্যে জালের পরিমান বেশী থাকে। বাংলাদেশে তোষা পাটই বেশী চাষ হয়। কোন কোন অঞ্চলে তোষা পাটকে মিঠা পাট ও বগী পাট নামে ডাকা হয়। তোষা পাটের শ্রেণীবিন্যাস ১। তোষা টপ বটম/ বাংলাদেশ তোষা স্পেশাল: পাটের রংয়ের সমতা একই রংয়ের থাকা বাঞ্চণীয়। অত্যান্ত শক্ত,সুক্ষ্ম আঁশ ও ভাল দৈর্ঘ্য থাকা প্রয়োজন। পাটের রং সোনালী, লাল বা মাখন সাদা, চমৎকার উজ্জ্বল। সম্পূর্ণ দোষ ত্রুটিমুক্ত। কাটিংসে্র পরিমাণ ১০ % এর মধ্যে। তবে শক্ত ছাল থাকতে পারবে না। উল্লেখিত বৈশিষ্টগুলো থাকলে উক্ত পাট তোষা টপ বটম (Tossa top bottom ) গ্রেডের অন্তর্ভূক্ত হবে। এর গোড়া (কাটিংস্) ভালো ভাবে কেটে উত্তমরূপে আঁচড়ানোর পর পাক্কা যাচাইকৃত পাট বাংলাদেশ তোষা স্পেশাল ( BT Special )গ্রেডের পাট হিসেবে গণ্য হবে। ২। তোষা মিড বটম/ বাংলাদেশ তোষা এ ( BTA ): রংয়ের সমতা থাকতে