তোষা পাট(Tossa Jute)

উদ্ভিদ বিদ্যায় তোষা পাটকে বলা হয় Corchorus olitorius । তোষা অন্যান্য সবগুলো জাত অপেক্ষা উন্নতমানের পাট। এর তন্তু সুক্ষ্ম ও মসৃণ, যথেষ্ট শক্তিসম্পন্ন,পরিষ্কার ও চকচকে এবং লম্বা । গোড়ায় কাটিং কম থকে। রং সোনালী, সোনালীলাল, বাদামী, তামাটে ধূসর হয়ে থাকে। আঁশের মধ্যে জালের পরিমান বেশী থাকে। বাংলাদেশে তোষা পাটই বেশী চাষ হয়। কোন কোন অঞ্চলে তোষা পাটকে মিঠা পাট ও বগী পাট নামে ডাকা হয়।




তোষা পাটের শ্রেণীবিন্যাস



১। তোষা টপ বটম/ বাংলাদেশ তোষা স্পেশাল: পাটের রংয়ের সমতা একই রংয়ের থাকা বাঞ্চণীয়। অত্যান্ত শক্ত,সুক্ষ্ম আঁশ ও ভাল দৈর্ঘ্য থাকা প্রয়োজন। পাটের রং সোনালী, লাল বা মাখন সাদা, চমৎকার উজ্জ্বল। সম্পূর্ণ দোষ ত্রুটিমুক্ত। কাটিংসে্র পরিমাণ ১০% এর মধ্যে। তবে শক্ত ছাল থাকতে পারবে না। উল্লেখিত বৈশিষ্টগুলো থাকলে উক্ত পাট তোষা টপ বটম (Tossa top bottom) গ্রেডের অন্তর্ভূক্ত হবে। এর গোড়া (কাটিংস্) ভালো ভাবে কেটে উত্তমরূপে আঁচড়ানোর পর পাক্কা যাচাইকৃত পাট বাংলাদেশ তোষা স্পেশাল (BT Special)গ্রেডের পাট হিসেবে গণ্য হবে।


২। তোষা মিড বটম/ বাংলাদেশ তোষা এ (BTA): রংয়ের সমতা থাকতে হবে। শক্ত ও সুক্ষ্ম আঁশ । দৈর্ঘ্য মোটামুটি , ভাল উজ্জ্বল রং। জাত পাটের ক্ষেত্রে ধূসর রূপালী হতে সোনালী রং এবং অন্যান্য ক্ষেত্রে হালকা সোনালী রং। গোড়ায় শক্ত ছাল বিহীন,কাটিংস্ ১০% এর মধ্যে। পাক্কা যাচাই এরপর বিটিএ (BTA) গ্রেডের পাট হিসেবে গণ্য হবে।
| তোষা বি বটম/বিটিবি(BTB): ভাল শক্ত আঁশ। মোটামুটি দৈর্ঘ্য,ভাল উজ্জ্বল। জাত পাটের ক্ষেত্রে মধ্যম ধূসর বা তামাটে ধূসর এবং লাল বর্ণ। সম্পূর্ণ ত্রুটিমূক্ত। গোড়া ছাল বিহীন।কাটিংসের পরিমাণ ১০% এর মধ্যে পাক্কা যাচাইয়ে পর এই পাট বিটিবি (BTB) গ্রেডের পাট হিসেবে গণ্য হবে।
৪। তোষা সি বটম/বিটিসি(BTC) : মোটামুটি উজ্জ্বল,মিশ্রিত রং শ্যামলা লাল,অনুজ্জ্বল বাদামী চলবে। মোটামুটি শক্ত আঁশ। রানার বা টানা ও শক্ত কালো আগা মুক্ত পাট। তবে সামান্য লাল কড়া ও কর্কশ আগা গ্রহণযোগ্য। কাটিংসের পরিমাণ ১৫% এর নিচে। পাক্কা যাচাইয়ের পর এই পাট বিটিসি গ্রেডের পাট হিসেবে গণ্য হবে।
৫। তোষা ক্রস বটম/বিটিডি(BTD): আঁশ মোটামুটি চলন সই। যে কোন রংয়ের মোটামুটি শক্ত আঁশ। মাঝে মধ্যে পাতি ছাল,কর্কশ আগা, আঠালো লাল কড়া পাট গ্রহণযোগ্য,তবে টানা ছাল বা শক্ত কালো আগা থাকতে পারবে না।কাটিংসের পরিমাণ ১৫% এর মধ্যে। পাক্কা যাচাইয়ের পর এই পাট বিটিডি গ্রেডের পাট হিসেবে গণ্য হবে।
৬(ক)। বিটিই(BTE): যে কোন রংয়ের পাট। মোটামুটি শক্ত কিন্তু পচাঁ পাট মুক্ত। পূর্ণ শক্ত ছাল বা খড়ি গ্রহণযোগ্য নয়। মাঝে মাঝে ছাল,শরীরে দাগ ইত্যাদি গ্রহণযোগ্য। গোড়া কেটে পাক্কা যাচাই করা পাট বিটিই গ্রেডের পাট হিসেবে গণ্য হবে।
৬(খ)। তোষা এসএমআর(TSMR):  উপরের গ্রেড ছাড়া কাচ্চা যাচাইয়ের সর্বনিম্ন গ্রেড যা যাচাইয়ের সময় বাদ দেয়া হয় সে পাটগুলো তোষা TSMR(স্ট্রেট মোড়া রিজেকশন) হিসেবে অন্তর্ভূক্ত হবে।




আরো পড়ুন :


Comments

Popular posts from this blog

পাটের প্রকার ভেদ

কাঁচা পাটের শ্রেণীবিন্যাস ও যাচাই (Grading of Row Jute and assortment):

ইমালশন: