কাঁচা পাটের শ্রেণীবিন্যাস ও যাচাই (Grading of Row Jute and assortment):
আঁশের গুনগতমান অনুযায়ী পাটের শেণী বিন্যাস করাকে যাচাই বলে। একই জমিতে বা অঞ্চলের পাট একজাতের হলেও এর রং, উজ্জ্বলতা, তৈলাক্ততা, আঁশের দোষগুণ এবং কাটিংস্ এর পরিমান ইত্যদি বিভিন্ন কারণে পাটের বিভিন্ন গ্রেড হয়ে থাকে। লুজ আকারে বাজার হতে সংগ্রহের পর যাচাই করে ভিন্ন ভিন্ন নির্দিষ্ট গ্রেড নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা পরবর্তীতে পণ্য প্রস্তুতের সময় পণ্যের উৎপাদনশীলতা ও পণ্যের গুনগত মানের ব্যাপারে উত্তম যাচাই যথেষ্ট ভূমিকা রাখে।
পাটের শ্রেণী বিন্যাস বা যাচাই দুই প্রকারের ।কাচ্চা যাচাই ও পাক্কা যাচাই। পাটের গোড়া (কাটিংস্) না কেটে গ্রেড নির্ধারণ করাকে কাচ্চা যাচাই এবং গোড়া কেটে গ্রেড নির্ধারণ করাকে পাক্কা যাচাই বলে । সাধারণত পাক্কা যাচাইকৃত বেলপাট বিদেশে রপ্তানী করা হয়।
পাট
যাচাইয়ের ক্ষেত্রে বিবেচ্য বিষয় :
উৎপন্ন পাটে বিভিন্ন মান সংমিশ্রণ থাকে। এই পাটকে
গুনগত মান অনুযায়ী যাচাই করে শ্রেণী বিন্যাস বা গ্রেডিং করা হয়। যাচাই শ্রমিকগণ তাদের
চোখের দৃষ্টিশক্তি ও হাতের স্পর্শের অনুভূতির মাধ্যমে পাটের মান যাচাই করে থাকে। যাচাইয়ের
ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করা হয়।
(১) আঁশের শক্তি
(২) আঁশের সূক্ষ্মতা
(৩) আঁশের তৈলাক্ততা
(৪) আঁশের দৈর্ঘ্য
(৫) রংয়ের সমতা
(৬) পাটের বুনট
(৭) গোড়ায় কাটিংস্
এর পরিমাণ
(৮) পরিচ্ছন্নতা
(৯) গোড়ার সমতা
(১০) মোড়া করার
যোগ্যতা ইত্যাদি।
Very good
ReplyDeleteThank's
Delete