সাদা পাট ও সাদা পাটের শ্রেণীবিন্যাস
উদ্ভিদবিদ্যায় সাদা পাটকে বলা হয় Corchorus capsularis । তোষা পাটের তুলোনায় সাদা পাট কিছুটা কম সুক্ষ্ম,কম উজ্জ্বল ও কম শক্তি সম্পন্ন। গোড়ায় কাটিংস্ অপেক্ষাকৃত বেশী থাকে । আঁশে তোষার তুলোনায় জালের পরিমান কম। রং সাদা,মাখন সাদা,রূপালী,ধূসর সাদা,শ্যামলা হয়ে থাকে। বাংলাদেশে তোষার তুলোনায় সাদা পাট কম চাষ হয়। তবে উৎপাদন প্রক্রিয়ায় তোষার সাথে কিছু পরিমাণ সাদা ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় । এ ছাড়া ফুল ব্রাইট পণ্য প্রস্তুতে সাদা পাট আবশ্যক। দেশে কোন কোন অঞ্চলে সাদা পাটকে সূতি পাট ও তিতা পাট বলা হয়। সাদা পাটের শ্রেণীবিন্যাস : ১। সাদা টপ বটম পাট ( White top bottom )/ Bangladesh White special ( BW Special ): অত্যন্ত শক্ত আঁশ, ভাল দৈর্ঘ্য। সাদা, মাখন সাদা, স্বচ্ছ হালকা সোনালী রং। চমৎকার উজ্জ্বল । সম্পূর্ণ দোষমুক্ত । গোড়ায় শক্ত ছাল নেই বললেই চলে । কাটিংয়ের হার ২০ %( ওজন হিসাবে) এর মধ্যে। ভালভাবে গোড়া কাটা ও আঁচড়ানো পাট পাক্কা ( Pucca ) যাচাইয়ের পর BW Special গ্রেড হিসেবে গণ্য হবে। ২। সাদা মিড বটম ( White mid bottom)/ BWA : বেশ শক্ত আঁশ। মোটামুটি ভাল দৈর্ঘ্য। মোটামুটি সাদা, হালক