Posts

Showing posts from September 16, 2017

ইমালশন প্লান্ট:

ইমালশন প্রস্তুতের জন্য আমাদের দেশের পাটকলগুলোতে তিন ধরনের মেশিন প্রচলিত আছে। (১) প্যাডেল টাইপ মিকচার মেশিন: মেশিনটি দেশীয় প্রযুক্তিতে তৈরী ও অধিক প্রচলিত। স্টিলের তৈরী মিকচার ট্যাংকের ভিতরে প্যাডেল ঘুরিয়ে ইমালশন প্রস্তুত করা হয়। প্রস্তুত প্রনালী নিচে আলোচনা করা হলো- প্রথমে প্রয়োজন অনুযায়ী সমপরিমাণ তেল ও ইমালসিফায়ার ট্যাংকের মধ্যে নেয়া হয়। ১৫-২০ মিনিট প্যাডেল ঘুরিয়ে একটি সাদা রংয়ের পেস্ট তৈরী করা হয়। আবশিষ্ট তেল ধীরে ধীরে ৩০-৪০ মিনিটে পেস্টের সাথে মিশানো হয়। যা হাতে নিলেও সহজে গরিয়ে পড়ে না বা ভেঙ্গে যায় না। এই মিশ্রণে ধীরে ধীরে ২০ মিনিট (মোটামুটি) ধরে প্রয়োজনীয় পানি দেয়া হয়। ইমালশন তৈরী হয়ে গেলে রিজার্ভ ট্যাংকে স্থানান্তর করা হয়। কিছুটা গরম ইমালশন ভাল ফল দেয় বলে (বিশেষ করে শীতকালে) ইমালশন ট্যাংকে স্টিম সরবরাহের ব্যবস্থা করা হয়। পুরো প্রক্রিয়ায় কোনো সময়ের জন্যই প্যাডেলের ঘূর্ণন বন্ধ করা যাবে না। এজিটেটরের আদর্শ ঘূর্ণন মিনিটে ১৫০ পাক। ঘূর্ণন কম হলে মিশ্রণ ভাল হবে না এবং ভাল থাকবে না। দ্রুত পানি ও তেল আলাদা হয়ে যাবে।তৈরী ইমালশন ৪ ঘন্টার মধ্যে ব্যবহার করা উচিত। ভাল ইমালশনের স্থায়িত

ইমালশন:

সাধারণত পাটকলগুলোতে পানির সাথে এক প্রকার খনিজ তেল ও সাবানের (ইমালসিফায়ার) মিশ্রণে ইমালশন তৈরী হয়। খনিজ তেলকে JUTE Batching Oil (JBO) বলা হয়।বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (পদ্মা,মেঘনা, যমুনা) হতে সংগ্রহ করা হয়।ইমালসিফায়ার হিসেবে ননিডেট পি-৪০, নিকালিন-১০০, হাইড্রোম্যাক্স ইত্যাদি ব্যবহৃত হয়। উপাদানসমূহের কার্যকারিতা: JBO এক প্রকার হাইড্রোকার্বন জাতীয় পদার্থ। ইমালশন প্রয়োগের পর পাট স্তূপাকারে রেখে দিলে এর মধ্যে ব্যাকটেরিয়া জন্মায়। JBO‘র হাইড্রোকার্বন ব্যাকটেরিয়ার খাদ্য ও শক্তি যোগায় । ব্যাকটেরিয়াকুল পাটের শক্ত আঠা (লিগনিন) খেয়ে ফেলে। ফলে পাট নরম হয় ও পরবর্তী প্রক্রিয়ার সহায়ক হয়। জেবিও এর পিচ্ছিলকরণ ক্ষমতা উচ্চমান সম্পন্ন হওয়ায় প্রক্রিয়াকালীন সময় আঁশের সাথে ধাতুর ঘর্ষণ কমাতে সাহায্য করে । এতে ক্ষুদ্র আঁশ অপচয় কম হয়। পাট মেশিনে চলার সময় মেশিনের পিন ও রোলার পরিস্কার রাখে ও সহজে মরিচা ধরে না (যন্ত্রাংশের স্থায়ীত্বকাল বৃদ্ধি পায়)। পাট মেশিনে চলতে সহজতর হয়। পানি: পানি পাটের আঁশকে আর্দ্র করে নমনীয় করতে সহায়তা করে। ইমালশনে ব্যবহৃত JBO পানির সাথে মিশ্রিত হয়ে সহজে আঁশের ভিতরে প্র