Posts

Showing posts from September 18, 2017

সফেনার মেশিন (Softner Machine):

ব্যাচিং বিভাগে সফেনার মেশিনের মাধ্যমে পাটের যান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়। মেশিনে খাঁজযুক্ত পেঁচানো (স্পাইরেল) রোলারের মধ্য দিয়ে পাটের গমন পথ তৈরী করা থাকে। প্রাকৃতিকভাবে শক্ত ও খসখসে পাটকে সফেনার মেশিনের আঁকাবাঁকা পথে চালনা করলে পাটের ভিতরে থাকা ধুলাবালি পড়ে যায় এবং রোলারের চাপে পাট অনেকটা নমনীয় হয়। এই মেশিনে পাটে ইমালশন প্রয়োগের ব্যবস্থা থাকে।মেশিনে সাধারণত ৩৪ জোড়া হতে ৭৬ জোড়া রোলার থাকে। তবে ৬৪ জোড়া রোলার সম্বলিত সফনার বেশি প্রচলিত। কোথাও ২৪ জোড়া বা ৩২ জোড়া রোলারের মেশিন দেখা যায়। রোলারগুলো একটি ওপরে ও একটি নিচে জোড়া আকারে অবস্থান করে এবং ২টি রোলারের গতি বিপরীতমুখী থাকে। মেশিনের শুরুতে ১টি ৬ ফুট লম্বা ফিড সিট/ফিড লেডিস বা কনভেয়ার ও শেষে ১টি ৩ ফুট ১০ ইঞ্চি লম্বা ডেলিভারী সিট থাকে। পাটের আগার অংশ প্রথমে ফিড করা হয়। রোলারের মধ্য দিয়ে চলার পথে পাটের আঁশ যেন ছিড়ে/কেটে না যায় তার জন্য জোড়া রোলার মধ্যে ৫/১৬ ইঞ্চি হতে ৬/৮ ইঞ্চি ফাঁকা রাখা হয়।রোলারে ব্যাস ৫.৫ ইঞ্চি। খাঁজের সংখ্যা ৭,৮,৯,বা ১১ হতে পারে।সাধারণত মেশিনের শুরু হতে এক তৃতীয়াংশ দুরত্বে একটি ট্রে এর মাধ্যমে ঝরনা আকারে পাটে ইমালশন প