ইমালশন:
সাধারণত পাটকলগুলোতে পানির সাথে এক প্রকার খনিজ তেল ও সাবানের
(ইমালসিফায়ার) মিশ্রণে ইমালশন তৈরী হয়। খনিজ তেলকে JUTE Batching Oil (JBO) বলা হয়।বাংলাদেশ
পেট্রোলিয়াম করপোরেশন (পদ্মা,মেঘনা, যমুনা) হতে সংগ্রহ করা হয়।ইমালসিফায়ার হিসেবে ননিডেট
পি-৪০, নিকালিন-১০০, হাইড্রোম্যাক্স ইত্যাদি
ব্যবহৃত হয়।
উপাদানসমূহের কার্যকারিতা:
JBO এক প্রকার হাইড্রোকার্বন জাতীয় পদার্থ। ইমালশন প্রয়োগের পর পাট স্তূপাকারে
রেখে দিলে এর মধ্যে ব্যাকটেরিয়া জন্মায়। JBO‘র হাইড্রোকার্বন ব্যাকটেরিয়ার খাদ্য ও
শক্তি যোগায় । ব্যাকটেরিয়াকুল পাটের শক্ত আঠা (লিগনিন) খেয়ে ফেলে। ফলে পাট নরম হয় ও
পরবর্তী প্রক্রিয়ার সহায়ক হয়।
জেবিও এর পিচ্ছিলকরণ ক্ষমতা উচ্চমান সম্পন্ন হওয়ায় প্রক্রিয়াকালীন সময়
আঁশের সাথে ধাতুর ঘর্ষণ কমাতে সাহায্য করে । এতে ক্ষুদ্র আঁশ অপচয় কম হয়। পাট মেশিনে
চলার সময় মেশিনের পিন ও রোলার পরিস্কার রাখে ও সহজে মরিচা ধরে না (যন্ত্রাংশের স্থায়ীত্বকাল
বৃদ্ধি পায়)। পাট মেশিনে চলতে সহজতর হয়।
পানি: পানি পাটের আঁশকে আর্দ্র করে নমনীয় করতে সহায়তা করে। ইমালশনে ব্যবহৃত
JBO পানির সাথে মিশ্রিত হয়ে সহজে আঁশের ভিতরে প্রবেশ করে।
ইমালসিফায়ার : ইমালসিফায়ার পানির অস্থায়ী ক্ষার দূরীভুত করে তেল ও পানি
একত্রিভূত করতে সাহায্য করে ।
উপাদানগুলো নিম্নলিখিত
অনুপাতে মিশ্রণ করা হয়:
পানি- ৭৫% হতে ৯০%
JBO- ১০% হতে ২৫%
ইমালসিফায়ার-০.০৫ % হতে ০.১%
পাটে ইমালশন প্রয়োগ ২০% হতে ৪০% পর্যন্ত হতে পারে। ইমালশনে উপাদানগুলোর হার এবং প্রয়োগের হার নির্দিষ্ট
করে ঠিক রাখা হয় না।বিভিন্ন বিষয়ে বিবেচনা করে প্রয়োজন মত রদবদল করা হয়। যেমন, পাটের
মান, পানিতে ক্ষারের পরিমান, ইমালসিফায়ারের গুনগত মান , ক্রেতার চাহিদা ও আবহাওয়া ইত্যাদি
।
উচ্চমানের পাট হলে ইমালশন তেলের হার ও প্রয়োগের হার কমানো
যাবে। পাট যদি খুব শক্ত ও ছালযুক্ত হয় তবে তেলের হার ও প্রয়োগের হার বৃদ্ধি করতে হবে।
আবার আবহাওয়া শুষ্ক হলে প্রয়োগের হার বৃদ্ধি করতে হবে। বর্ষাকালে প্রয়োগের হার কমাতে
হবে। এছাড়া পানিতে ক্ষার বেশী থাকলে ইমালসিফিায়ার বেশী ব্যবহার করতে হবে। অনেক সময়
ক্রেতা কর্তৃক পণ্যে তেলের পরিমান (হার) নির্দিষ্ট সীমার মধ্যে দিতে পারে। তবে দেশের
পাটকলগুলোতে নিম্নহারে ইমালশন প্রস্তুত করা হয়:
JBO- ২৪.৪%
পানি- ৭৫.৫%
ইমালসিফায়ার-০.১%
এবং প্রয়োগের
হার নিম্নরূপ:
পাটের প্রকার
|
শুষ্ক মৌসুম
|
বর্ষা মৌসুম
|
|
তোষা বা সাদা
মেস্তা
কাটিং (লাইন)
বেল বাটিং
|
২৫%-২৭%
২৬%-২৮%
৩১%-৩৩%
৩৭%-৪০%
|
২২%-২৪%
২৪%-২৬%
২৮%-৩০%
৩৫%-৪০%
|
বর্তমানে কিছু কিছু ক্রেতার চাহিদা অনুযায়ী খনিজ তেলের পরিবর্তে
উদ্ভিজ্জ তেল দ্বারা ইমালশন প্রস্তুত করা হচ্ছে। সে ক্ষেত্রে রাইস ব্রান অয়েল, পাম
ওয়েল বা সয়াবিন তেল ব্যবহৃত হচ্ছে।
উপাদানগুলোর হার
নিম্নরূপ:
উদ্ভিজ্জ তেল- ১০%
পানি-৮৯.৮০%
ইমালসিফায়ার- ০.২%
ইমালসিফায়ার হিসেবে পাটেন সল ব্যবহারে ভাল ফলাফল পাওয়া যায়।
এর পর পড়ুন : ইমালশনপ্লান্ট
Apps এর নাম কি
ReplyDeleteফরমুলা ক্রিয়েটার
Deleteস্যার এই নামে প্লে স্টোর এ কোনো এ্যাপস পাই নাই, জদি কোন নামে পাবো সেটা লিখে দিতেন তাহলে ভালো হতো স্যার
ReplyDeleteApps টা আছে। তবে ঠিক ভাবে কাজ করা যাচ্ছে না। Formula creator
Delete