সাদা পাট ও সাদা পাটের শ্রেণীবিন্যাস
উদ্ভিদবিদ্যায় সাদা
পাটকে বলা হয় Corchorus capsularis । তোষা
পাটের তুলোনায় সাদা পাট কিছুটা কম সুক্ষ্ম,কম উজ্জ্বল ও কম শক্তি সম্পন্ন। গোড়ায় কাটিংস্
অপেক্ষাকৃত বেশী থাকে । আঁশে তোষার তুলোনায় জালের পরিমান কম। রং সাদা,মাখন সাদা,রূপালী,ধূসর
সাদা,শ্যামলা হয়ে থাকে। বাংলাদেশে তোষার তুলোনায় সাদা পাট কম চাষ হয়। তবে উৎপাদন প্রক্রিয়ায়
তোষার সাথে কিছু পরিমাণ সাদা ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় । এ ছাড়া ফুল ব্রাইট পণ্য
প্রস্তুতে সাদা পাট আবশ্যক। দেশে কোন কোন অঞ্চলে সাদা পাটকে সূতি পাট ও তিতা পাট বলা
হয়।
১। সাদা টপ বটম পাট (White top bottom)/ Bangladesh White special (BW Special):
অত্যন্ত শক্ত আঁশ, ভাল দৈর্ঘ্য। সাদা, মাখন সাদা, স্বচ্ছ হালকা সোনালী রং। চমৎকার উজ্জ্বল । সম্পূর্ণ দোষমুক্ত । গোড়ায় শক্ত ছাল নেই বললেই চলে । কাটিংয়ের হার ২০%(ওজন হিসাবে) এর মধ্যে। ভালভাবে গোড়া কাটা ও আঁচড়ানো পাট পাক্কা (Pucca) যাচাইয়ের পর BW Special গ্রেড হিসেবে গণ্য হবে।
১। সাদা টপ বটম পাট (White top bottom)/ Bangladesh White special (BW Special):
অত্যন্ত শক্ত আঁশ, ভাল দৈর্ঘ্য। সাদা, মাখন সাদা, স্বচ্ছ হালকা সোনালী রং। চমৎকার উজ্জ্বল । সম্পূর্ণ দোষমুক্ত । গোড়ায় শক্ত ছাল নেই বললেই চলে । কাটিংয়ের হার ২০%(ওজন হিসাবে) এর মধ্যে। ভালভাবে গোড়া কাটা ও আঁচড়ানো পাট পাক্কা (Pucca) যাচাইয়ের পর BW Special গ্রেড হিসেবে গণ্য হবে।
২। সাদা মিড বটম
(White
mid bottom)/ BWA : বেশ শক্ত আঁশ। মোটামুটি ভাল দৈর্ঘ্য। মোটামুটি সাদা, হালকা
মাখন সাদা রং। ভাল উজ্জ্বল রং। চোখ,টানা দোষ মুক্ত। সম্পূর্ণভাবে কর্কশ আগা ও লালডগা
মুক্ত। গোড়ায় শক্ত ছাল নেই বললেই চলে। কাটিং এর হার ২০% এর মধ্যে। ভালভাবে
গোড়াকাটা ও আঁচড়ানো পাট পাক্কা যাচাইয়ের পর BWA গ্রেড হিসেবে গন্য হবে।
৩। সাদা বি বটম/
BWB:
শক্ত
আঁশ।সুস্থ ও দোষ মুক্ত।মোটামুটি দৈর্ঘ্য । সাদা রূপালী হালকা মাখন রং হতে খড়ের বর্ণ।ভাল
উজ্জ্বল রং।কালো ও দুর্বল আঁশ মুক্ত। লাল ডগা, চোখ, দাগ, রানার বা টানা ধরনের দোষ মুক্ত
। কাটিং এর হার ২৫% এর মধ্যে। ভালভাবে গোড়া কাটা আঁচড়ানো পাট পাক্কা যাচাইয়ের
পর BWB
গ্রেড হিসেবে গণ্য হবে।
৪। সাদা সি বটম/BWC:
গড়পড়তা
শক্ত যে কোন রং এর আঁশ। মোটামুটি উজ্জ্বল। টানা, ছাল, ও লাল কড়া আগা হতে মুক্ত । কালোছালযুক্ত
গোড়া থেকে মুক্ত। তবে লাল নরম আগা গ্রহণ যোগ্য। কাটিং এর পরিমান ৩০% এর মধ্যে ।পাক্কা
যাচাইয়ের পর BWC গ্রেড হিসেবে গণ্য হবে।
৫। সাদা ক্রস বটম/
BWD
:
যে কোন শক্তির আঁশ তবে পঁচা হবে না । যে কোন রং, সামান্য উজ্জ্বল। আগায় লাল কড়া চলে
তবে শক্ত কড়া মুক্ত। মাঝে মধ্যে চোখ দোষ গ্রহণযোগ্য । কাটিং এর হার ৩৫% এর মধ্যে । ভালভাবে
গোড়া কেটে পাক্কা যাচাইয়ের পর BWD হিসেবে গণ্য হবে।
৬ (ক)। BWE : যে কোন রং। সামান্য
শক্ত আঁশ। তবে পঁচা হবে না। মধ্যম শক্ত ছাল, মধ্যম কড়া, শরীরে দাগ ইত্যাদি গ্রহণযোগ্য।
তবে শক্ত খড়ি মুক্ত হতে হবে। কোন ভাবে গোড়া কেটে সামান্য আঁচড়ানো পাক্কা যাচাই করা
পাট BWE।
৬(খ)। সাদা এস এম
আর
:
উপরের গ্রেড ছাড়া কাচ্চা যাচাইয়ের সর্বনিম্ন গ্রেড যা যাচাইয়ের সময় বাদ দেয়া হয় সে
পাটগুলো সাদা WSMR(স্ট্রেট মোড়া রিজেকশন) হিসেবে অন্তর্ভূক্ত হবে।
Comments
Post a Comment