Posts

সুচীপত্র(পাট)

* ভূমিকা: * পাটের প্রকার ভেদ: * কাঁচা পাটের শ্রেণীবিন্যাস ও যাচাই : * পাট যাচাইয়ের ক্ষেত্রে বিবেচ্য বিষয় : * অঞ্চল ভিত্তিক পাটের মান (শুধু মাত্র বাংলাদেশের জন্য) : * তোষা পাট (Tossa Jute) ও তোষা পাটের শ্রেণীবিন্যাস: * সাদা পাট (White Jute) ও সাদা পাটের শ্রেণীবিন্যাস : * পাট আঁশের ত্রুটি সমূহ: * কাচ্চা বেল,পাক্কাবেল,বেল টিকেট ও চিহ্ন: * পাট ও আর্দ্রতা:

স্পিনিং ফ্রেমের ফ্ল্যায়ারের RPM নির্ণয়

Image
পাটকল গুলিতে স্পিনিং ফ্রেমের ফ্ল্যায়ারের RPM নির্ণয় করার জন্য একটি সূত্র প্রচলিত আছে। আপনার মোবাইল ফোনে ঐ সূত্রটি একটি অ্যাপস্ ফর্মুলা ক্রিয়েটার দিয়ে খুব সহজেই করে ফেলতে পারেন।  গুগল প্লে স্টোর থেকে নামিয়ে নিন এবং নীচের ছবির মত নিজেই তৈরি করুন ।       

ওয়েফ্ট কাউন্ট (কাপড়ের ক্ষেত্রে) নির্ণয়ের সূত্র

Image
হেসিয়ান অথবা স্যাকিং যে কোনো কাপড় প্রস্তুতের সময় ওয়েফ্ট কাউন্ট নির্ণয়ের জন্য একটি মোবাইল অ্যাপস্ ফর্মুলা ক্রিয়েটার দিয়ে খুব সহজে এবং কম সময়ে করে ফেলতে পারেন। তাহলে গুগল প্লে স্টোর থেকে নামিয়ে নিন এবং নীচের ছবির মত নিজেই তৈরি করুন।                           

বেলিং হুপস্ এর দৈর্ঘ্য (ইঞ্চি) নির্ণয়ের সূত্র।

Image
পাটকল গুলিতে বেল তৈরির জন্য বেলিং হুপস্ বা হাল ব্যবহৃত হয়। হালের দৈর্ঘ্য নির্ণয় করার জন্য একটি সূত্র প্রচলিত আছে। এই সূত্রটি একটি মোবাইল অ্যাপস্ ' ফর্মুলা ক্রিয়েটার ' দিয়ে খুব সহজেই করে ফেলতে পারেন। গুগল প্লে স্টোর থেকে নামিয়ে নিচের ছবির মত নিজেই তৈরি করুন।          

পোর্টার হতে ডিসি মিটার

Image
সাধারণত পাটকলে কাপড় প্রস্তুতের সময় টানা বা ওয়ার্প সুতার হিসাবের জন্য একক হিসাবে পোর্টার ব্যবহার করা হয়। তবে বর্তমানে পণ্যের অর্ডারে 10 সি.মি. বা 1 ডেসি মিটার ব্যবহৃত হচ্ছে। খুব সহজেই ফর্মুলা ক্রিয়েটার মোবাইল অ্যাপস্ দিয়ে পোর্টার হতে ডিসি মিটার হিসাব করা যায়। নিচের ছবির মত নিজেই তৈরি করুন।

টানা (বিম) সুতার সংখ্যা নির্ণয়

Image
কাপড়ে টানা বা ওয়ার্প সুতার সংখ্যা অর্থাৎ বিম প্রস্তুতের সময় কত সুতা দিতে হবে তা নির্ণয় করার জন্য নিম্নলিখিত সূত্র ব্যবহার করা হয়।   টানা সুতার সংখ্যা = রীড পোর্টার ×20/35 × কাপড়ের বহর × প্রতি স্পিলিটে সুতার সংখ্যা + পাড়ের সুতা   ফর্মুলা ক্রিয়েটার মোবাইল অ্যাপস্ দিয়ে খুব সহজেই টানা সুতার সংখ্যা নির্ণয় করা যায়। নিচের ছবির মত নিজেই তৈরি করুন। 

পাইলে পাটের পরিমাণ

Image
ফর্মুলা ক্রিয়েটার মোবাইল অ্যাপস্ দিয়ে খুব সহজেই একটি পাইলে পাটের পরিমাণ নির্ণয় করা যায়। গুগল প্লে স্টোর থেকে নামিয়ে নিন এবং নীচের ছবির মত নিজেই তৈরি করুন।                                  

পাটে ইমালশন ও তেল প্রয়োগের হার নির্ণয়ের সূত্র।

Image
ফর্মুলা ক্রিয়েটার মোবাইল অ্যাপস্ দিয়ে খুব সহজেই ইমালশন প্রয়োগের পর পাটে তেলের হার নির্ণয় কর যায়। গুগল প্লে স্টোর থেকে নামিয়ে নিন। তারপর নিচের ছবির মত নিজেই তৈরি করুন।