টানা (বিম) সুতার সংখ্যা নির্ণয়

কাপড়ে টানা বা ওয়ার্প সুতার সংখ্যা অর্থাৎ বিম প্রস্তুতের সময় কত সুতা দিতে হবে তা নির্ণয় করার জন্য নিম্নলিখিত সূত্র ব্যবহার করা হয়। 

 টানা সুতার সংখ্যা = রীড পোর্টার ×20/35 × কাপড়ের বহর × প্রতি স্পিলিটে সুতার সংখ্যা + পাড়ের সুতা

 ফর্মুলা ক্রিয়েটার মোবাইল অ্যাপস্ দিয়ে খুব সহজেই টানা সুতার সংখ্যা নির্ণয় করা যায়। নিচের ছবির মত নিজেই তৈরি করুন। 





Comments

Popular posts from this blog

পাটের প্রকার ভেদ

ইমালশন:

কাঁচা পাটের শ্রেণীবিন্যাস ও যাচাই (Grading of Row Jute and assortment):