ভূমিকা
অনেক দিন থেকে ভাবছিলাম পাটশিল্পের ওপর একটা ব্লগ বানাবো।যেখানে পাটকলের
উৎপাদন কার্যক্রমের বিভিন্ন কৌশল (techniques) নিয়ে আলোচনার চেষ্টা করব।গত প্রায় 20 বছর পাটকলের
সাথে আমার অভিজ্ঞতায় যা শিখেছি, তা থেকেই আমার এই লেখার প্রয়াস। জানি না কতটা সফল হব।
হয়তো কোন কিছুই গুছিয়ে ধারাবাহিকভাবে লেখা হবে না, তবে আমার ব্লগ থেকে কেও যদি কোন
উপকার পায় তবে খুব ভাল লাগবে। আমার লেখায় যদি কোন ভুল হয় অবশ্যই জানাবেন।কৃতজ্ঞতার
সাথে সংশোধন করার ব্যবস্থা করব।এছাড়া আপনার নিজেরাও আমার ব্লগে লিখতে পারবেন। আসুন
আমরা যারা পাটকলের সাথে জড়িত সবাই এই ব্লগটাকে নিজেদের লেখাদিয়ে রাঙিয়ে তুলি।
রেওন কাউসার,
উপব্যবস্থাপক(উৎপাদন),
বাংলাদেশ পাটকল কর্পোরেশন,
For a long time I have been thinking about making a blog on jute industry. Where I will try to discuss various techniques of jute production. I do not know how successful I will be. Maybe nothing will be written consistently, but if anyone out there benefits from my blog, it would be great. If there is anything wrong with my writing, please let me know. I will arrange for correction with thanks. Let us all those involved in jute make this blog writing our own.
Reon Kawsar, Deputy Manager (Manufacturing),
Bangladesh Jute Mills Corporation,
স্যার আপনি এ্যাপসটা একটু এ্যাকটিভ করেন
ReplyDelete