কাচ্চা বেল,পাক্কা বেল , বেল টিকেট ও চিহ্ন

কাচ্চা বেল : পাট যাচাইয়ের পর গোড়ার অংশ (কাটিংস) না কেটে অনেকগুলো বোঝা বা মোড়া একত্র করে বেল বাধাই করলে একে কাচ্চা বেল বলে । এই বেলের ওজন ১৩০ কেজি বা ১৫০ কেজি হয়। সাধারণ প্রেস মেশিনে বাধাইকৃত এই বেলের আকার যথাক্রমে ১৩.২ সিএফটি ও ১৫.৩ সিএফটি হয় । সাধারণত দেশীয় বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে কাচ্চা বেল বাধাই করা হয়।


পাক্কা বেল : কাচ্চা যাচাইয়ের পর গোড়া কেটে বেল বাধাই করলে একে পাক্কা বেল বলে । এই বেলের ওজন ১৮০ কেজি হয়।হাইড্রোলিক প্রেসে ৬০০০ পাউন্ড/বর্গইঞ্চি চাপে ৪³১˜Ö ১³৬.৫˜Ö ১³৬˜আকারে বাঁধাইকৃত এই বেলের আয়তন ৯.৫ সিএফটি হতে ১০.৮ সিএফটি হয় ।

কাটিং বেলের আকার ১০ সিএফটি হতে ১১.২০ সিএফটি হয় ।

পাটের বেল টিকেট ও চিহ্ন (Jute Bale Ticket or Marks): নির্দিষ্ট মানের বা গ্রেডের পাটের বেল চিহ্নিত করার জন্য একটুকর কাগজ বা চটে লিখিত আকারে মৌসুমের নাম, সংস্থা বা মালিকের নাম, গ্রেডের নাম, বেলের ওজন ইত্যাদি হাতে লিখে বা ছাপিয়ে বেলের গায়ে বেল টিকেট হিসেবে দেয়া হয়।
কাচ্চা বেলে সাধারণত কাগজের বেল টিকেট ব্যবহৃত হয়। সি বটম পাটের জন্য সবুজ কালিতে এবং ক্রস বটম পাটের জন্য কালো কালিতে কাগজে লেখা হয়।

কাচ্চা বেল টিকেটের নমুনা:





২০১৭-১৮
দৌলতপুর জুট মিলস লি.
খানখানাপুর এজেন্সী
তোষা সি বটম
১৫০ কেজি


পাক্কা বেলে চটের বেল টিকিট ব্যবহার করা হয় । তোষা পাটের ক্ষেত্রে লাল কালি দিয়ে ও সাদা পাটের ক্ষেত্রে কালো কালি দিয়ে ছাপানো হয় ।
পাক্কা বেল টিকিটের নমুনা:


Produce of Bangladesh
2017-18
Bangla Tosha
C
180 Kg
Abul Brothers



চিহ্ন (Marks): কাচ্চা বেলের ক্ষেত্রে (তোষা ও সাদা উভয়) নিম্নের এই চিহ্ন রং দিয়ে পাটের গায়ে ফোটা আকারে দেয়া হয়।


চুমকী ফোটা (লাল ও সবুজ) - বি বটমের উর্দ্ধ গ্রেডের পাট
লাল ফোটা - বি বটম গ্রেডের পাট
বুজ ফোটা - সি বটম গ্রেডের পাট
কালো ফোটা - ক্রস বটম গ্রেডের পাট
কালো ক্রস - এসএমআর গ্রেডের পাট






Comments

Popular posts from this blog

পাটের প্রকার ভেদ

কাঁচা পাটের শ্রেণীবিন্যাস ও যাচাই (Grading of Row Jute and assortment):

ইমালশন: